স্পেনের শ্রেষ্ঠতম ঐতিহাসিক লিসানুদ্দীন ইবনুল খাত্বীব।

লিসানুদ্দীন ইবনুল খাত্বীর (১৩১৩-১৩৭৪)


আরব তথা সারা বিশ্বের ঐতিহাসিকদের মধ্যে ইবনুল খাত্বীব (ابن الخطيب) একটি উজ্জ্বল নাম। তিনি সমসাময়িক যুগে স্পেনের শ্রেষ্ঠতম ঐতিহাসিক ছিলেন। একাধারে তিনি ছিলেন একজন দার্শনিক, লেখক, ঐতিহাসিক, রাজনীতিবিদ এবং "مؤشح" কবিতায় তার নাম খুবই গুরুত্বপূর্ণ। এমনকি গ্রানাডার আলহামরা নামক দেওয়ালে তার কিছু কবিতাও লেখা আছে।


তার নাম আবু আব্দুল্লাহ, উপাধি ছিল লিসানুদ্দীন (لسان الدين), কিন্তু তিনি সর্বাধিক পরিচিত ছিলেন ইবনুল খাত্বীব (ابن الخطيب) নামে। ১৩১৩ সালের ১৬ ই নভেম্বর গ্রানাডার লাউশাহ (لوشة) শহরে জন্মগ্রহণ করেন। তার সম্পর্ক দেওয়া হয় ইয়ামেনের কাহতান গোত্রের সালমান এর দিকে।


৭৪১ হিজরীতে তার পিতা (যিনি গ্রানাডার মন্ত্রী ছিলেন) মারা গেলে সরকার তার অতিরিক্ত সম্পত্তি বাজেয়ান্ত করে তা সত্ত্বেও তিনি অর্থাৎ ইবনুল খাত্বীব পঠন-পাঠন চালিয়ে যান এবং যথেষ্ট উন্নতি করেন। এবং সমকালীন স্পেনীয় সাহিত্যিকদের মধ্যে তিনি সর্বাধিক খ্যাতি অর্জন করেন।


তাঁর শিক্ষা, মেধা ও খ্যাতি তৎকালীন গ্রানাডার শাসক আবুল হাজ্জাজ ইউসুফের দৃষ্টি আকর্ষণ করলে তিনি তাকে মন্ত্রী পদে বরণ করেন। পরবর্তীতে তার পুত্র পঞ্চম মুহাম্মদ এর সময়ও সেই পদে বহাল থাকেন। উল্লেখ্য যে, তিনি দুটি মন্ত্রিসভা পাওয়ার কারণে তাকে "ذو الوزارتين" উপাধিতে ভূষিত করা হয়। এবং তাকে ডাকা হতো যুল-উমরাইন (ذو العمرين) অর্থাৎ দুই জীবনের অধিকারী ব্যক্তি। তাকে এমন উপাধি দেয়ার কারণ দিনের বেলায় তিনি ব্যস্ত থাকতেন রাষ্ট্রের কাজ, মোকদ্দমা সালিশ এগুলোর সমাধান নিয়ে। আর তাঁর রাত কাটত বই নিয়ে।


তার উত্তরোত্তর উন্নতি তে ঈর্ষান্বিত কিছু সভাসদ বাদশাহকে তার বিরুদ্ধে প্ররোচিত করলে তিনি তাঁকে কারারুদ্ধ করেন এবং তাকে কারাবাস দেওয়া হয় সিউটা, টমসেন ও ফিজ শহরে। প্রথমবার (১৩৬০-৬২) এবং দ্বিতীয়বার (১৩৭১-৭৪)। আহমদ হাসান যাইয়াত এর মতে দর্শন তত্ত্বে যুক্ত থাকার জন্য ফিক্বহবীদ দের একটি দল তার প্রতি নাস্তিকতার চকমা লাগায় ফলে তাকে কারাবরণ করতে হয় এবং শ্বাসরোধ করে হত্যা করা হয়। এবং হত্যার পরে তার শরীর জ্বালিয়ে দেওয়া হয় ফিজ শহরের "বাবে মাহরুক্ব" এর গেটে। তাঁর বিখ্যাত বই হল "الإحاطة في أخبار غرناطة" আলোচ্য বইটিতে তিনি গ্রানাডা এবং তার আত্মজীবনী লিখেছেন। আরেকটি অন্যতম বই হল "ريحانة الكتاب" যাতে তিনি মেডিকেল সাইন্স এর আলোচনা করেন।


তার কয়েকটি অন্যতম বই হল:


  • الإحاطة في أخبار غرناطة ( تاريخية)
  • التاج الملحي ( الترجمة)
  • خطرة الطيف في رحلة الشتاء و الصيف ( جغرافيا)
  • عائد الصلة ( الترجمة)
  • أبيات الأبيات ( شعر و نثر)
  • ريحانة الكتاب

Post a Comment (0)
Previous Post Next Post