Kinds of Arabic poetry and its definition Unit-1

Kinds of Arabic poetry and its definition. Unit-1

الشعر বা কবিতা: একজন কবির আবেগ, অনুভূতি, সুখ, দুঃখ, আনন্দ ও বেদনা ইত্যাদিকে ছন্দোবদ্ধ ভাষার মাধ্যমে প্রকাশ করাকে الشعر বা কবিতা বলে। এই কবিতার কিছু প্রকারভেদ রয়েছে যা নিম্নে বর্ণনা করা হল। যেমন...

1) المدح বা প্রশংসা মূলক কবিতা।

2) الهجاء বা কুৎসামূলক কবিতা।

3) الرثاء বা শোকগাথা কবিতা।

4) الوصف বা বর্ণনামূলক কবিতা।

5) الحماسة বা বীরত্বমূলক কবিতা।

6) الفخر বা গৌরবগাঁথা কবিতা।

7) القصيدة বা দীর্ঘ কবিতা।

المدح বা প্রশংসা মূলক কবিতা: যে সমস্ত কবিতা কোন ব্যক্তির প্রশংসায় রচিত হয় সে সমস্ত কবিতাকে المدح বা প্রশংসাগীতি বলা হয়। যেমন যুহাইর বিন আবি সালমার মুআল্লাকাত, যা 'হারম বিন সিনান‌' ও 'হারিস বিন আওফ' এর প্রশংসায় রচিত।

الهجاء বা কুৎসামূলক কবিতা: ব্যক্তিগত শত্রু অথবা গোত্রীয় শত্রুর কুৎসা ও নিন্দাবাদের বর্ণনাযুক্ত কবিতাকে الهجاء বা কুৎসামূলক কবিতা বলা হয়।‌ এ ধরনের কবিতার এক একটা চরণ বিষাক্ত তীরের ফলার চাইতেও অধিক কার্যকর হতো। যেমন হুতাইয়ার কুৎসা কবিতা সমূহ।

الرثاء বা শোকগাথা কবিতা: মৃত ব্যক্তির শৌর্যবীর্য, সাহসিকতা ও গুণ গরিমার কথা স্মরণ করে তার জন্য দুঃখ করা الرثاء বা শোকগাথা কবিতা নামে পরিচিত। যেমন আল খানসাহ এর কবিতা সমূহ, যা তার ভাই মোয়াবিয়া ও শাখার এর জন্য তিনি রচনা করেছিলেন।

الوصف বা বর্ণনামূলক কবিতা: কোন প্রাকৃতিক দৃশ্যের অথবা জীবজন্তুর বর্ণনা যে কবিতায় রয়েছে তাকে الوصف বা বর্ণনামূলক কবিতা বলা হয়।‌ যেমন ইমরাউল কয়েস ও বুহ্তারির কবিতা সমূহ।

الحماسة বা বীরত্বমূলক কবিতা: হামাসা হচ্ছে সেই সমস্ত কবিতা যেখানে সাহস, বীরত্ব ও উদ্যম যা যুদ্ধের বর্ণনা দেয় বা যুদ্ধ সম্পর্কিত কবিতা, যেখানে বীরদের প্রশংসা করা হয়। যেমন অন্তরা বিন শাদ্দাদ এর বীরত্বের কবিতা সমূহ।

الفخر বা গৌরবগাঁথা কবিতা: নিজ অথবা স্বীয় গোত্রের বীরত্ব, বদান্যতা, আতিথেয়তা, প্রতিজ্ঞা পালন ইত্যাদি ভালো ভালো গুণের বর্ণনা বা প্রশংসা যে কবিতায় রয়েছে তা হলো الفخر বা গৌরবগাঁথা। যেমন আমর বিন কুলসুম ও আল-ফারাজদাক এর কবিতা সমূহ।

القصيدة বা দীর্ঘ কবিতা: কাশিদা হচ্ছে গীতিকবিতা বা দীর্ঘ কবিতা, দীর্ঘ কবিতায় সাধারণত ২৫ থেকে ১০০ পর্যন্ত বয়ত বা শ্লোক থাকে। মুআল্লাকাত দীর্ঘ গীতি কবিতা যেখানে সর্বাপেক্ষ দীর্ঘ মুআল্লাকাত এ ১০৪ এর বেশি বয়ত নেই। আর সেটি হচ্ছে তরফা বিন আল আবদ এর চরণ।

Post a Comment (0)
Previous Post Next Post